Home Blog

মেসিকে নিষিদ্ধ করল পিএসজি,সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত

অনুমতি ছাড়া সৌদি আরবে যাওয়ায় লিওনেল মেসিকে ২ সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি। এ সময় তিনি ফরাসি ক্লাবটির হয়ে কোনো ম্যাচ বা অনুশীলনে অংশ নিতে পারবেন না। পাবেন না আর্থিক সুবিধাও।

ফ্রান্সের ক্রীড়া সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, নিষেধাজ্ঞার পাশাপাশি মেসির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তও নিয়েছে পিএসজি। যার অর্থ, পিএসজিতে মেসির ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে আগামী মাসেই।

মেসি পিএসজির হয়ে সর্বশেষ খেলেছেন রোববার। লিগ আঁতে লঁরার বিপক্ষে ম্যাচের পরই ক্লাব কর্তৃপক্ষের কাছে সৌদি সফরের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তিনি।

সোমবার দলের অনুশীলন সূচি থাকায় তাঁকে অনুমতি দেননি কোচ ক্রিস্তফ গালতিয়ের ও ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস।

অনুমতি না পাওয়ার পরও পরিবার নিয়ে সৌদি আরবে যান আর্জেন্টাইন অধিনায়ক। তখনই আভাস ছিল, এ জন্য শাস্তি হতে পারে মেসির

নিষেধাজ্ঞা থাকাবস্থায় পিএসজির দুটি ম্যাচ মিস করবেন মেসি। খেলতে পারবেন ২১ মে অঁজার বিপক্ষে ম্যাচে।

মেসি সৌদি আরবের পর্যটন দূত। এ নিয়ে দ্বিতীয়বার সেখানে গেলেন তিনি।

’বর্তমানের চেয়ে ভালো আশা করা উচিত নয়’

বাংলাদেশ বর্তমানে যে ফর্মে আছে এর চেয়ে বেশি ভালো আশা করা উচিত নয় এমনটিই বলেছেন দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার লিটন কুমার দাস। তিনি আরো বলেছেন বর্তমানে দল যে ফর্মে আছে সেটা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ।

সংস্করণ বলছে, বদলেছে ভেন্যু, বদলেছে দুই দলের অধিনায়ক ও; কিন্তু বদলায়নি স্বাগতিক দলের দাপট। স্বাগতিক দল আয়ারল্যান্ডকে ন্যূনতম প্রতিরোধ গড়ে তোলার সুযোগ পর্যন্ত দেয়নি।

সিলেটে ওয়ানডে ম্যাচ থেকে শুরু করে চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরজেও অন্যতম দুর্দান্ত ফর্মে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচেই ২০০ ছাড়িয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১৯.২ ওভারে ২০৭ রানের পর দ্বিতীয় ম্যাচে ১৭ ওভারেই করে ফেলেছে ২০২! এই প্রথম বার টি-টোয়েন্টিতে বাংলাদেশের পর পর দুই ম্যাচে ২০০ রানের বেশি হলো।

শুধু ব্যাটিং এ নয়, বোলিংয়েও দুর্বার বাংলাদেশ। বৃষ্টির কারণে ৮ ওভারে নেমে আসা প্রথম ম্যাচে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ২২ রানে হারে আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচে উইকেট শিকারের উৎসবে যোগ দেন সাকিব আল হাসান। অধিনায়কের ২২ রানের ৫ উইকেটের পাশাপাশি তাসকিনের শিকার ৩টি। ২০৩ রানের বিশাল লক্ষ্যে স্রেফ ৪৩ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে এক রকম ছিটকে যান আইরিশরা।

ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে বাংলাদেশ সফরে এখন পর্যন্ত চার ম্যাচে ব্যাটিং করেছেন আইরিশরা। এর মধ্যে স্রেফ একটি ফিফটির দেখা পেয়েছেন তারা। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩০ বলে ৫০ রান করেছেন কার্টিস ক্যাম্পার।

ইংল্যান্ড ক্রিকেট দল থেকে শুরু বর্তমানে আইরিশদের বিপরীতে অন্যতম চমক দেখিয়েছেন স্বাগতিকরা। দলের অন্যতম সেরা অপেনার লিটন কুমার দাস বলেন জয়ের ধরন তৃপ্তি দিচ্ছে দলকে। তিনি বলেছেন আমরা যেভাবে খেলতেছি তা অনেক ভালো। এর থেকে আর ভালো আশা করা উচিত নয়।

কারণ টি-টোয়েন্টিতে প্রতিদিন পাওয়ার প্লেতে আপনি ৭০-৮০ করতে পারবেন না। এটাও যদি করতে পারি সবসময় বা এর থেকে কমও যদি করতে পারি, ৬০ রানও করতে পারি, আমি মনে করি যে খুব ভালো।

অনেক কিছু শিখেছি বলা ঠিক হবে না-: শান্ত

সম্প্রতি শেষ হওয়া বিপিএলে সর্বোচ্চ রান করেছেন নাজমুল শান্ত। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রানের ধারায় ছিলেন তিনি। রান পাওয়ায় খুশি বাঁ-হাতি এই টপ অর্ডার ব্যাটার। তবে অনেক কিছু শিখেছেন বলা ঠিক হবে না বলেও মনে করেন তিনি। তার মতে, ইনিংসটাতে অনেক ভুল ছিল।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসে নাজমুল শান্ত বলেছেন, ‘মাত্র একটা ম্যাচ রান করলাম। এখনই অনেক কিছু শিখেছি বলা ঠিক হবে না। বরং অনেক ভুল হয়েছে। ইনিংস বড় করতে পারলে দলের রান ২৪০-২৫০ হতো। বিপিএলে ভালো করায় ভালো মাইন্ডসেট নিয়ে এসেছিলাম। আজকের ম্যাচে কন্ডিশন, বোলিং আক্রমণ ভিন্ন ছিল। আগে থেকে কোন প্লান নিয়ে নামিনি।’

প্রশ্নের পাল্টা দিয়ে নাজমুল জানিয়েছেন, নিজে ইনিংস বড় করতে না পারলেও অতীতে বাংলাদেশ দলের অনেকে কঠিন পরিস্থিতিতে ভালো ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। সর্বশেষ সিরিজে মেহেদি মিরাজ মরা ম্যাচ বাঁচিয়েছেন। আগে আফিফ-ইয়াসিররা জিতিয়েছেন। শান্তর মতে, তিনি আজ ক্যারি করতে পারেননি। তবে সামনে যিনি সেট হবেন ইনিংস বড় করবেন বলে আশা তার।

শান্ত মনে করেন, মিডল অর্ডারে পরপর তিন উইকেট হারানোয় তারা ব্যাকফুটে পড়ে যান। সেখান থেকে উঠতে পারেননি। একই রকম চাপে পড়ে সেঞ্চুরি করা ডেভিড মালান পরিস্থিতি বুঝে বুঝে ব্যাটিং করে দলকে জিতিয়েছেন, ‘মালান সিচুয়েশন রিড করে করে ব্যাটিং করেছেন। মিরাজকে চান্স নেননি। তাইজুলকে মাঝে মধ্যে চান্স নিয়েছেন। স্কিলের সঙ্গে বুঝে বুঝে খেলেছেন তিনি। উইকেট শুরু থেকে অনেক কঠিন ছিল। শুরুর ১৫-২০ ওভার কিছুটা সুবিধা ছিল। পরে বোলারদের সহায়তা করেছে। স্পিনারদের সঙ্গে তাসকিন খুবই ভালো বোলিং করেছে।’

বিশ্বকাপ হবে বাংলাদেশে -ঃ সরাসরি যোগ্যতা অর্জন করল যে ৮ দল

২০২৪ সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে। আটটি দল সরাসরি এই মেগা ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে, শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ড ২০২৪ সালের আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি। মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করেছে যে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর জন্য স্বয়ংক্রিয় বাছাইপর্ব হিসেবে আটটি দলকে চিহ্নিত করা হয়েছে। বাছাই প্রক্রিয়া অনুসারে, প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল সরাসরি স্বাগতিকদের সঙ্গে যোগ্যতা অর্জন করবে এবং ১০ টিম টুর্নামেন্টের ছয়টি সরাসরি বাছাইপর্বের মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কড দল।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা হল লিগ পর্বে গ্রুপ ১-এর শীর্ষ তিন দল হিসাবে সরাসরি যোগ্যতা অর্জনকারী দল, যেখানে ইংল্যান্ড, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ সমানভাবে গ্রুপ ২ তে জায়গা করে নেবে। বাংলাদেশ টুর্নামেন্টের নবম মরশুমের আয়োজক হিসেবে যোগ্যতা অর্জন করেছে, যেখানে পাকিস্তান ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে আইসিসি মহিলা টি-টোয়েন্টি টিম র‍্যাঙ্কিংয়ে পরবর্তী সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে। বাকি দুটি স্পট আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া বৈশ্বিক বাছাইপর্বের মাধ্যমে নির্ধারণ করা হবে। এবারের টুর্নামেন্টে খেলা দলগুলোর মধ্যে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডই দুটি দল যারা সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি। শ্রীলঙ্কা বর্তমানে র‌্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে রয়েছে, আর আয়ারল্যান্ড দশম স্থানে রয়েছে।

এদিকে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মহিলা খেলোয়াড়রা অসাধারণ খেলা দেখিয়েছেন। আইসিসি র‌্যাঙ্কিংয়ে এর সুফল পেয়েছেন এই খেলোয়াড়রা। র‌্যাঙ্কিংয়ে প্রাধান্য পেয়েছে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ডার্সি ব্রাউন মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩-এ দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। আইসিসি র‌্যাঙ্কিংয়ে এর সুফল পেয়েছেন তিনি। তিন নম্বরে পৌঁছেছেন ব্রাউন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। তিনি ইন-ফর্ম জেমিমার উইকেট তুলে নেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এছাড়া ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার শাবনিম ইসমাইল। ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ২/২৬ এবং সেমিফাইনালে ৩/২৭ নেওয়ার পর তিনি সাত নম্বরে উঠে এসেছেন। তার ৭০ রেটিং পয়েন্ট রয়েছে। ইংল্যান্ডের স্পিনার সোফি একলেস্টোন ১১টি উইকেট নিয়ে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে এক নম্বর বোলার হয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত খেলা দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা ওলভার্ড। তিনটি দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। এখন মহিলা টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে স্বাগতিকদের একটি অত্যাশ্চর্য ৫৩ রানের জয় নিবন্ধনে সাহায্য করার পর, প্রাণঘাতী ব্যাটসম্যান ফাইনালে ৪৮ বলে ৬১ রান করে স্বাগতিকদের আশা জাগিয়ে তোলেন। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ৩২ বছর বয়সী তানজামিন ব্রিটস নয় ধাপ লাফিয়ে ১২তম স্থানে উঠেছেন। সতীর্থ বেথ মুনির চেয়ে শীর্ষস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার পাওয়ার-হিটার তাহলিয়া ম্যাকগ্রা। অ্যাশলে গার্ডনার ২১ বলে ২৯ রান করার পর অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন।

তামিমের সঙ্গে একমত হাথুরুসিংহে

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, বাংলাদেশ জাতীয় দলের ড্রেসিং রুমের পরিবেশ স্বাস্থ্যকর নয়। দুই তারকা খেলোয়াড় সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে সম্পর্ক ভালো নয় এবং দলের মধ্যে গ্রুপিং থাকার কথাও বলেন বিসিবি প্রধান।

এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওই সাক্ষাৎকারের প্রেক্ষিতে তামিম জানান, নিজের ক্যারিয়ারে কখনও ড্রেসিং রুমে কোনো সমস্যা দেখেননি তিনি। আর সাকিবের সঙ্গে সম্পর্ক যেমনই হোক, এর কোনো প্রভাব মাঠের খেলায় পড়বে না বলেও নিশ্চয়তা দেন ওয়ানডে অধিনায়ক।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে তামিমের সুরেই কণ্ঠ মেলালেন প্রধান কোচ। “প্রথমত আমি এখানে এসেছি ৭ দিন হয়েছে। আমি এমন দল ও ড্রেসিং রুমেও ছিলাম, যেখানে সবার সঙ্গে সবার মিলত না। কিন্তু যখন তারা মাঠে নামত, দেশের হয়ে খেলত। জাতীয় দলের হয়ে খেললে আপনি এটিই আশা করবেন। আপনাকে খুব ভালো বন্ধু হতে হবে না অথবা একসঙ্গে খাবার খেতে হবে না।”

“যতক্ষণ পর্যন্ত (দলের ওপর) কোনো প্রভাব পড়ছে না, আমার কোনো সমস্যা নেই এবং আমি কোনো সমস্যা দেখছিও না।”

তামিম রাজি হলেও সাকিব মিটমাট করতে রাজি না

বাংলাদেশ জাতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার দ্বন্দ্ব এখন প্রায় সবারই জানা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মন্তব্যের পর আলোচনা হচ্ছে দু’জনের বিরোধ নিয়ে। তবে মাঠের বাইরে যেমনই থাকুক, মাঠের ভেতরে দু’জনের সম্পর্ক খুবই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। রোববার মিরপুরে এক সংবাদ সম্মেলনে এসে তিনি এই মন্তব্য করেন।

তামিম বলেন, ‘পরিষ্কার করে বলছি যে বাংলাদেশের জার্সি গায়ে আমরা যখন মাঠে নামি, তখন আমাদের মধ্যে কোনো সমস্যা থাকে না। আমরা একসঙ্গে ব্যাটিং করি, পার্টনারশিপ করি। তখন আমাদের মধ্যে কোনো ঝামেলা থাকে না।’

তিনি বলেন, ‘আমি ওয়ানডে অধিনায়ক। ম্যাচে তার যখন প্রয়োজন তখন তাকে দিয়ে বোলিং করাই। ফিল্ডিং সাজাই। সে উইকেট পেলে তাকে কংগ্রাচুলেট করি, হাইফাই করি। সেও করে। কাজেই আপনাদের বলতে পারি, মাঠের মধ্যে আমাদের দু’জনের সম্পর্কে কোনো সমস্যা নেই।’

দলের অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, “আমরা দু’জন দু’জনের জায়গা থেকে বাংলাদেশের জন্য যতটুকু করণীয় ততটুকু করি। মাঠে আমাদের দু’জনের পূর্ণ আত্মনিবেদন থাকে। সেখানে ব্যক্তিগত দ্বন্দের কোনো চিন্তাই আসে না।”

বিভিন্ন সূত্রে জানা গেছে, সাকিব-তামিমের মাঝে মিটমাট করে দিতে বিসিবি কর্তারা একাধিকবার মিটিং করেছেন। সেই সব মিটিংয়ে তামিম ইতিবাচক থাকলেও সাকিব গো ধরে বসে ছিলেন। তিনি তামিমের সঙ্গে মিটমাট করতে রাজি ছিলেন না। এ জন্যই দুই সুপারস্টারের সম্পর্ক এখনো আদায়-কাঁচকলায়। সংবাদ সম্মেলনে তামিমকে প্রশ্ন করা হয়, সাকিবের সঙ্গে মিটমাট সম্ভব কি না? জবাবে আজও ইতিবাচক কথাই বলেন তামিম, ‘সব কিছুই সম্ভব। এভরিথিং ইজ পসিবল। যা কিছুই হয়েছে দুজনের মধ্যেই হয়েছে। সে (সাকিব) দলের খুবই গুরুত্বপূর্ণ একজন।

প্রচার পেতে অনেকেই অশিক্ষিতের মতো আচরণ করে-ঃ রামিজ রাজা

পাকিস্তান ক্রিকেটে প্রাক্তন বা বর্তমান ক্রিকেটারদের একে অপরকে আক্রমণ করাটা একেবারেই নতুন কিছু নয়। বিভিন্ন ইস্যুতে বারবার একে অপরের বিরুদ্ধে বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে তাঁদের। এবার ফের একবার বাদানুবাদে জড়িয়ে পড়লেন দেশের অন্যতম সেরা দুই তারকা। তারকা শোয়েব আখতারকে বেনজির আক্রমণ করে বসলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী তারকা তথা প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা। শোয়েব আখতারকে ‘অশিক্ষিত’ বলে তাঁর বক্তব্য সুনীল গাভাসকর কোনও দিন রাহুল দ্রাবিড়ের (বর্তমান ভারতীয় দলের হেড কোচ) সমালোচনা করবেন না।

ঘটনার সূত্রপাত শোয়েব আখতারের এক অনাকাঙ্ক্ষিত মন্তব্যকে ঘিরে। বর্তমান পাক অধিনায়ক বাবর আজম এবং প্রাক্তন কিপার ব্যাটার কামরান আকমলের ইংরেজি উচ্চারণ নিয়ে চরম কটাক্ষ করেছিলেন শোয়েব আখতার। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার শোয়েবের তীব্র সমালোচনা করলেন রামিজ রাজা। কার্যত তাঁকে ধুয়ে দিলেন রামিজ। কয়েকদিন আগেই শোয়েব আখতার মন্তব্য করেছিলেন ‘পাকিস্তানের অধিনায়ক অথচ ইংরেজি বলতে পারে না।’ এক লাইভ শোতে কামরান আকমলের ইংরেজি উচ্চারণ নিয়ে সমালোচনা করেছিলেন। এরপর শোয়েবের কারণে কামরান আকমলকে তীব্র কটাক্ষের মুখোমুখি হতে হয়। সেই সব নিয়েই মুখ খুলেছেন রামিজ রাজা।

প্রসঙ্গত রামিজ রাজাকেও চরম কটাক্ষ করেছিলেন শোয়েব আখতার। শোয়েব, রামিজ রাজা সম্পর্কে বলেছিলেন নিজের প্রচারের জন্য রামিজ রাজা পিসিবি-র চেয়ারম্যান হয়েছিলেন। এক টেলিভিশন টক শোয়ে রামিজ রাজা, শোয়েবকে ‘বিভ্রান্ত সুপারস্টার’ বলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। রামিজ রাজা বলেছেন ‘কিছু মানুষের ভুল ধারণা থাকে। শোয়েব আখতার তাঁদের একজন। ওর সঙ্গে কামরান আকমলের সমস্যা ছিল। সবাই ব্র্যান্ড হোক, এটাই চায় শোয়েব। কিন্তু ব্র্যান্ড হওয়ার আগে মানুষ হওয়া উচিত। এটা ও ভুলে গিয়েছে।

এরপর রামিজ রাজা, শোয়েবকে ‘শিক্ষা’ দিতে ভারতের প্রাক্তন ক্রিকেটারদের প্রসঙ্গ তুলে আনেন। রামিজ জানিয়েছেন, ভারতের প্রাক্তন ক্রিকেটাররা কখনওই একে অপরের সর্বসমক্ষে সমালোচনা করে না। রামিজ জানিয়েছেন ‘রাহুল দ্রাবিড়কে নিয়ে সুনীল গাভাসকরকে কখনওই সর্বসমক্ষে সমালোচনা করতে শুনবেন না। প্রাক্তন ক্রিকেটারদের শালীনতার মাত্রা ছাড়ানো উচিত নয়। এটা সবার মাথায় থাকে না। প্রচারের আলোতে আসতে অনেকেই অশিক্ষিতের মতো আচরণ করে।’

সবাইকে বুঝতে হবে গ্রুপিং করার জায়গা এখানে নাই-: পাপন

দেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই বলাবলি হচ্ছে, বাংলাদেশের ক্রিকেটে ‘গ্রুপিং’ চলছে! অনেকদিন ধরেই বাংলাদেশের ক্রিকেট পাড়ায় এই কথাটি বলাবলি হচ্ছে। বরাবরই ক্রিকেটাররা বা বিসিবি থেকে যেটি নাকচ করা হয়েছে। তবে এবার বাংলাদেশের ক্রিকেটে ‘গ্রুপিং’ নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রীড়াভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজের সঙ্গে আলাপকালে বিসিবি বস এটি স্বীকার করে বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্রুপিং, আর এটাই বাস্তবতা। আমার আর কোনো কিছুতেই সমস্যা নেই।’

এদিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই সিনিয়র ক্রিকেটারের দ্বন্দ্ব অনেকটাই প্রকাশ্যে চলে এসেছে। তারা হলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সর্বশেষ ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএর অ্যাওয়ার্ড নাইটে হাজির হলেও সেখানে একজন আরেকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়নি। যা টাইগার ভক্তদেরও নজর এড়ায়নি।

এই মুহূর্তে পাপনের তার উদ্বেগের জায়গাও সেটাই, ‘আমি এই গ্রুপিং নিয়ে খুব উদ্বিগ্ন। মাত্র কদিন আগে আমি এটা জানতে পেরেছি। আমরা ভালো আগামী চাইতে হলে এটার শেষ দেখতে চাই। সবাইকে বুঝতে হবে গ্রুপিং করার জায়গা এখানে নাই।’

তবে এসব সমস্যার সমাধানের জন্য চন্ডিকা হাথুরুসিংহকে উপযুক্ত মনে করছেন নাজমুল হাসান। বিসিবি সভাপতির বিশ্বাস প্রধান কোচ নিজে এসবের সমাধান করতে পারবেন, ‘হাথুরুসিংহে আসার পর আমার মনে হচ্ছে নতুন কোনো একটা সমস্যা হতে পারে। আমি এখনই তা বলতে চাচ্ছি না। আমি আশা করবো সমস্যাটা যেন বড় না হয়। তবে সে ড্রেসিংরুমে কোনো কিছুর প্রশ্রয় দেবে না। এটাও একটা আবার সমস্যা। হয় সবাইকে তার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে, নয়তো সে চলে যাবে, কারণ সে এমনই। সে যে বাংলাদেশকে আগে পরিচালনা করেছিল এবং যে দলটি সে নিচ্ছে তার মধ্যে পার্থক্য রয়েছে।’

রাসেল ডমিঙ্গোর স্থলাভিষিক্ত হয়ে ইতোমধ্যেই কাজও শুরু করেছেন চন্ডিকা হাথুরুসিংহেকে। তার অধীনেই বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে।

রোনালদোর ইংল্যান্ডের বাড়ি বিক্রি হবে ? দাম কত কোটি টাকা ?

0

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিস্টিয়ানো রোনালদো আল-নাসরে নাম লিখিয়েছেন গত ডিসেম্বরে। ওল্ড ট্রাফোর্ডের বাড়ি ছেড়ে প্রেমিকা আর সন্তানদের নিয়ে এরই মধ্যে রিয়াদে বিলাসবহুল হোটেলে আবাস গড়েছেন পর্তুগিজ তারকা।

রোনালদো সৌদি আরবে পাড়ি জমানোর পর থেকেই শোনা যাচ্ছিল—বিক্রি হবে তাঁর ইংল্যান্ডের চেশায়ারের বাড়িটি। এখনো সেটি বিক্রি হয়নি। বাড়িটি বিক্রির দায়িত্ব পড়েছে আবাসন এজেন্ট জ্যাকসন-স্টপসের ওপর। রোনালদোর বিলাসবহুল বাড়িটি বিক্রির জন্য অনেক দিন ধরেই বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে তারা।

রোনালদোর চেশায়ারের বাড়িটিতে আছে সাতটি বেডরুম, ছয়টি বাথরুম। বাড়িটিতে আছে একটি হাই-টেক ফিটনেস রুম। বিশাল একটি সুইমিংপুলের সঙ্গে আছে জাকুজ্জি (সুইমিংপুলের সঙ্গে থাকা বাথটাব, যেখানে গরম পানির বাষ্প বের হয় এবং ম্যাসাজেরও ব্যবস্থা থাকে)।

এ ছাড়া একটি সিনেমা দেখার কক্ষের সঙ্গে রোনালদোর আধুনিক ও বিলাসবহুল সেই বাড়িতে আছে প্যাডল টেনিস কোর্ট। চারটি গাড়ি রাখার মতো একটি গ্যারেজও আছে সেখানে। আধুনিক সব সুবিধা থাকা এ বাড়ির মূল্য ধরা হয়েছে প্রায় ৬১ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৫ কোটি টাকা।

মাশরাফি কি দলে জায়গা পাবে ? জবাব দিয়ে দিলেন হাথুরু

মাশরাফি বিন মর্তুজা আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর নেননি। গত বিপিএলে অধিনায়ক হিসেবে আরও একবার ঝলক দেখিয়েছেন। সিলেট স্ট্রাইকার্সের মতো মাঝারি মানের দলকে টেনে তুলেছেন ফাইনালে। ফলে মাশরাফিকে দলে ফেরানোর দাবি তুলছেন অনেকে। অনেকের মতে, মাশরাফি ম্যাজিক কাজে লাগাতে তাকে ফেরানো যেতে পারে। অন্ততপক্ষে মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ তো করে দেওয়াই যায়, খোদ নির্বাচকরাই একমত তাতে।

মাশরাফিকে কি আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে? চন্ডিকা হাথুরুসিংহে নতুন করে হেড কোচের দায়িত্ব নিয়েছেন। কী ভাবছেন তিনি? মাশরাফির ফেরা নিয়ে হাথুরু যা বললেন, তাতে কথা বাড়ানোর আর সুযোগ রইলো না। মাশরাফি কি ফিরবেন? এমন প্রশ্নে হাথুরু তার স্টাইলেই জবাব দিলেন, ‘নির্বাচনের জন্য?’

বোঝাই গেলো, মাশরাফি যে এখন পুরোদুস্তোর রাজনীতিবিদ সেই খবরও রাখেন হাথুরু। তাই দলে ফেরার প্রসঙ্গে টেনে আনলেন নির্বাচন।তারপর অবশ্য পরিষ্কার করেই বলে দিলেন লঙ্কান এই কোচ, ‘না, আমার মনে হয় সে আর খেলছে না।’