ব্রাজিল সুপারস্টার নেইমারের সঙ্গে ইনজুরির বন্ধুত্বটা ইদানীং যেন আরো বেশি পোক্ত হয়েছে। প্রায়ই চোটে পড়ে ছিটকে যাচ্ছেন তিনি। গতকাল যেমন লিলের বিপক্ষে লিগ ‘আ’র ম্যাচে দলের জয়ে গোল করে অবদান রেখেছেন নেইমার। একই সঙ্গে কিলিয়ান এমবাপ্পের প্রথম গোলে অবদান রাখেন। এই ম্যাচের ৫১তম মিনিটে নেইমারের গোড়ালি মচকে যায়। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় ব্রাজিল তারকাকে।
ইনজুরিতে আক্রান্ত হয়েও যেন নেইমারের শান্তি নেই। এমনিতেই মাঠে গড়াগড়ি দিয়ে সব সময়ই ট্রোলিংয়ের শিকার হন। এবার ইনজুরির পর পিএসজি সমর্থকরাই তাকে বিদ্রুপ করছে। তাদের দাবি, বোনের জন্মদিন এলেই নাকি নেইমার ইনজুরিতে পড়েন! আগামী ১১ মার্চ নেইমারের বোন রাফায়েলা সান্তোসের জন্মদিন। একজন টুইটার ব্যবহারকারী তো রীতিমতো গবেষণা করে ১১ মার্চের আগে নেইমারের চোটে পড়ার ঘটনাগুলো তুলে ধরেছেন!
বোনের জন্মদিনের পার্টিতে নেইমারের উপস্থিতির ছবি যুক্ত করে কেউ লিখেছেন, ‘বোনের জন্মদিনের আগে চোটে আক্রান্ত হওয়া নেইমারের পুরনো পদ্ধতি।’ আরেকজন লিখেছেন, ‘ওহ, নেইমারের চোট তাই তো? সামনেই তার বোনের জন্মদিন।’ এমন অসংখ্য পোস্টে ভরে গেছে টুইটার। তৈরি করা হচ্ছে হরেক রকমের মিম। নেইমারের মাঠে গড়াগড়ির মতো তার ইনজুরির কথাও অনেকে বিশ্বাস করতে রাজি নয়!