নারী ফুটবলে একের পর এক সাফল্য। সাফের সব শিরোপাই তাদের জেতা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় সাফল্য গত বছর সিনিয়র সাফে চ্যাম্পিয়ন হওয়া। এই অর্জনের পরও বেতন বাড়েনি সাবিনা খাতুনদের। তাই তারা বেতন বৃদ্ধির দাবি তুলেছেন বাফুফে সভাপতির কাছে। সাথে দাবি করেছেন ম্যাচ ফিরও। ভালো মানের বুটও তাদের দিতে হবে।
কাজী সালাহউদ্দিন কাল জানান, মেয়েদের দাবি একেবারেই সঠিক। আমরা তাদের বেতন বৃদ্ধির চেষ্টা করছি। তারা ৫০ হাজার টাকা করে বেতন দাবি করেছে। আমরা চেষ্টা করবো সর্বোচ্চ ৪০ হাজার টাকা করে দিতে। তবে তা সবার জন্য এক হারে নয়। ক্যাটাগরি অনুযায়ী।
তিনি আরো বলেন, মেয়েরা ম্যাচ ফি দাবি করেছে ২০ হাজার টাকা করে। আগে কখনও ম্যাচ ফি দেয়া হয়নি। এখন দেখি কতো করে তাদের ম্যাচ ফি দেয়া যায়। তাদের ভালো বুটও দেয়া হবে।