ঢাকায় পৌঁছেছেন চন্দিকা হাথুরাসিংহে। সোমবার রাত ১০টা ২৬ মিনিটে হাথুরুকে বহন করা সিঙ্গাপুর এয়ারলাইনসের বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে তাকে দ্বিতীয় দফায় নিয়োগ দিয়েছে বিসিবি।
দীর্ঘ পাঁচ বছর পর বাংলাদেশের কোচ হিসেবে দ্বিতীয় দফায় এসে সাংবাদিকদের সঙ্গে আজ কথা বলেননি হাথুরা। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে সাংবাদিকদের ভিড় এড়িয়ে তাকে বহনকারী গাড়িটি বিকল্প রাস্তায় বেরিয়ে আসে। বাইরে আসার পর গাড়িতে বসেই তিনি সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়েন।
এসময় সাংবাদিকরা তাকে কথা বলার অনুরোধ জানালে তিনি বলেন, ‘বাংলাদেশে আবার আসতে পেরে আমি খুবই আনন্দিত। এই দেশের মানুষের টানেই ফিরে এসেছি। সবার জন্য ভালোবাসা রইল। আমি এখন ক্লান্ত, পরে কথা বলব।’ এরপর গাড়িটি বিমানবন্দর ত্যাগ করে।