হোটেলে দিনযাপন শেষ। সৌদি আরবে গিয়ে অবশেষে পাকাপাকি বাড়ি জুটল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। আল নাসেরে খেলতে আসার পর থেকে একটি বিলাসবহুল হোটেলে থাকছিলেন তিনি। রিয়াধেই নিজের বাড়ি খুঁজে নিয়েছেন। সেখানে স্ত্রী-সন্তানদের পাশাপাশি রোনাল্ডোর মা-ও থাকবেন। তবে এত দিন হোটেলে থাকার কারণে যে পরিমাণ অর্থ রোনাল্ডোকে দিতে হবে, তা দেখে অনেকেই হতবাক হয়ে পড়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত এক মাসে ওই হোটেলে থাকতে রোনাল্ডোর খরচ হয়েছে আড়াই লক্ষ পাউন্ড। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় তিন কোটি টাকারও বেশি । রোনাল্ডোর সঙ্গে থাকতে সম্প্রতি রিয়াধে এসেছেন তাঁর মা। মা-কে সঙ্গে নিয়েই নতুন বাড়িতে উঠেছেন রোনাল্ডো। তবে সৌদির কোথায় রোনাল্ডোর পাকাপাকি বাড়ি, তা এখনও জানা যায়নি। যেখানেই থাকুন, রোনাল্ডোর জন্য বরাদ্দ থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
রিয়াধে রোনাল্ডোকে রাখা হয়েছিল ‘ফোর সিজন্স’ হোটেলের কিংডম টাওয়ারে। দেশের অন্যতম সেরা বিলাসবহুল হোটেল সেটি। তিনি এমন একটি স্যুটে ছিলেন, যেখানে থাকার সামর্থ্য রয়েছে দেশের ধনবান ব্যক্তিদেরই। রিয়াধের অন্যতম সেরা স্যুটে রাখা হয়েছিল তাঁকে। রোনাল্ডো ছাড়াও তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং নিরাপত্তারক্ষীদের জন্যে রয়েছে আরও ১৬টি ঘর। রোনাল্ডো যে ঘরে থাকছেন, সেটির আয়তন তিন হাজার ফুট। এক মাসের জন্যে ভাড়া নেওয়া হয়েছে সেটি। রোনাল্ডো এবং তাঁর সঙ্গীরা মোট দু’টি তলায় ছিলেন। রোনাল্ডোর ঘরের পাশেই ছিল ব্যক্তিগত অফিস, ডাইনিং রুম এবং মিডিয়া রুমও।