Homeঅন্যান্যজাদেজাই বিশ্বসেরা অলরাউন্ডার-: হরভজন সিং

জাদেজাই বিশ্বসেরা অলরাউন্ডার-: হরভজন সিং

খারাপ পারফর্ম্যান্স করলে যেমন কারও সমালোচনা করতে পিছপা হন না হরভজন সিং, ঠিক তেমনই ভালো খেললে প্রশংসা করতেও কুণ্ঠাবোধ করেন না ভাজ্জি। ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের পরে ম্যাচের নায়ক রবীন্দ্র জাদেজাকে নিয়ে এমন এক মন্তব্য করেন সর্দার, যাকে চূড়ান্ত সার্টিফিকেট বললেও ভুল বলা হয় না।

আসলে জাদেজাকে বিশ্বের সেরা অল-রাউন্ডারের তকমা দেন হরভজন। সেই সঙ্গে সর্দার এও জানান য, এই মুহূর্তে জাদেজার সমকক্ষ অল-রাউন্ডার রয়েছেন একজনই। তিনি অন্য কেউ নন, ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস।

Sports Tak-এর আলোচনায় হরভজন বলেন, ‘রবীন্দ্র জাদেজার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। বল হাতে জাদেজা এককথায় অসাধারণ। তবে ব্যাট হাতেও অনেক উন্নতি করেছে ও। এমনকি ওকে যদি ৪-৫ নম্বরে ব্যাট করতে পাঠানো হয়, তাহলেও দরকারের সময় ও আপনাকে রান এনে দেবে। আমার মতে, এই মুহূর্তে বিশ্বক্রিকেটে ওই সেরা অল-রাউন্ডার। একমাত্র বেন স্টোকসের তুলনা চলে ওর সঙ্গে।’

ভাজ্জি আরও যোগ করেন, ‘দিল্লি টেস্টে জাদেজা যে কাজটা সব থেকে ভালো করেছে, সেটা হল লাইন-লেনথ বজায় রাখা। একটানা স্টাম্পে বল করে গিয়েছে। অজিরা সুইপ শট খেলার চেষ্টা করেছে বটে, তবে এমন লো-বাউন্সের পিচে যেটা কাজে লাগেনি।’

- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 5 =