কদিন আগপর্যন্তও সব ঠিকঠাক ছিল। মনে হচ্ছিল লিওনেল মেসি ও পিএসজির নতুন চুক্তি শুধুই সময়ের ব্যাপার। সেভাবেই এগোচ্ছিল সব। তবে হঠাৎই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোর সাম্প্রতিক খবর—হচ্ছে না মেসি-পিএসজির চুক্তি নবায়ন। আগামী জুনে চুক্তি শেষ হওয়ার পর ভিন্ন কোনো গন্তব্য খুঁজে নেবেন আর্জেন্টাইন তারকা।
অর্থনৈতিক জটিলতায় ২০২১ সালের আগস্টে ২ বছরের চুক্তিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসেন মেসি। প্রথম মৌসুমটা ভালো না গেলেও এবারের মৌসুমে দারুণ খেলছেন আর্জেন্টিনার বিশ্বকাপ হয়ে বিশ্বকাপ জেতা এ নায়ক। সবশেষ লিলের বিপক্ষে ম্যাচেও শেষ মুহূর্তের ফ্রি কিকে গোল করে দলকে জয় এনে দেন মেসি।
তবে দারুণ ছন্দে থাকা মেসির সঙ্গে নাকি চুক্তি নিয়ে বনিবনা হচ্ছে না পিএসজির। প্রশ্ন হচ্ছে, প্যারিস ছেড়ে গেলে মেসির পরবর্তী গন্তব্য কোথায় হবে? এখন পর্যন্ত মেসিকে ঘিরে সম্ভাব্য ৫ গন্তব্য (ইন্টার মায়ামি, বার্সেলোনা , ম্যানচেস্টার সিটি , সৌদি ক্লাব আল নাসর , নিউওয়েলে’স ওল্ড বয়েজ) নিয়ে আলোচনা শোনা যাচ্ছে।