Homeক্রিকেটপ্রচার পেতে অনেকেই অশিক্ষিতের মতো আচরণ করে-ঃ রামিজ রাজা

প্রচার পেতে অনেকেই অশিক্ষিতের মতো আচরণ করে-ঃ রামিজ রাজা

পাকিস্তান ক্রিকেটে প্রাক্তন বা বর্তমান ক্রিকেটারদের একে অপরকে আক্রমণ করাটা একেবারেই নতুন কিছু নয়। বিভিন্ন ইস্যুতে বারবার একে অপরের বিরুদ্ধে বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে তাঁদের। এবার ফের একবার বাদানুবাদে জড়িয়ে পড়লেন দেশের অন্যতম সেরা দুই তারকা। তারকা শোয়েব আখতারকে বেনজির আক্রমণ করে বসলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী তারকা তথা প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা। শোয়েব আখতারকে ‘অশিক্ষিত’ বলে তাঁর বক্তব্য সুনীল গাভাসকর কোনও দিন রাহুল দ্রাবিড়ের (বর্তমান ভারতীয় দলের হেড কোচ) সমালোচনা করবেন না।

ঘটনার সূত্রপাত শোয়েব আখতারের এক অনাকাঙ্ক্ষিত মন্তব্যকে ঘিরে। বর্তমান পাক অধিনায়ক বাবর আজম এবং প্রাক্তন কিপার ব্যাটার কামরান আকমলের ইংরেজি উচ্চারণ নিয়ে চরম কটাক্ষ করেছিলেন শোয়েব আখতার। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার শোয়েবের তীব্র সমালোচনা করলেন রামিজ রাজা। কার্যত তাঁকে ধুয়ে দিলেন রামিজ। কয়েকদিন আগেই শোয়েব আখতার মন্তব্য করেছিলেন ‘পাকিস্তানের অধিনায়ক অথচ ইংরেজি বলতে পারে না।’ এক লাইভ শোতে কামরান আকমলের ইংরেজি উচ্চারণ নিয়ে সমালোচনা করেছিলেন। এরপর শোয়েবের কারণে কামরান আকমলকে তীব্র কটাক্ষের মুখোমুখি হতে হয়। সেই সব নিয়েই মুখ খুলেছেন রামিজ রাজা।

প্রসঙ্গত রামিজ রাজাকেও চরম কটাক্ষ করেছিলেন শোয়েব আখতার। শোয়েব, রামিজ রাজা সম্পর্কে বলেছিলেন নিজের প্রচারের জন্য রামিজ রাজা পিসিবি-র চেয়ারম্যান হয়েছিলেন। এক টেলিভিশন টক শোয়ে রামিজ রাজা, শোয়েবকে ‘বিভ্রান্ত সুপারস্টার’ বলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। রামিজ রাজা বলেছেন ‘কিছু মানুষের ভুল ধারণা থাকে। শোয়েব আখতার তাঁদের একজন। ওর সঙ্গে কামরান আকমলের সমস্যা ছিল। সবাই ব্র্যান্ড হোক, এটাই চায় শোয়েব। কিন্তু ব্র্যান্ড হওয়ার আগে মানুষ হওয়া উচিত। এটা ও ভুলে গিয়েছে।

এরপর রামিজ রাজা, শোয়েবকে ‘শিক্ষা’ দিতে ভারতের প্রাক্তন ক্রিকেটারদের প্রসঙ্গ তুলে আনেন। রামিজ জানিয়েছেন, ভারতের প্রাক্তন ক্রিকেটাররা কখনওই একে অপরের সর্বসমক্ষে সমালোচনা করে না। রামিজ জানিয়েছেন ‘রাহুল দ্রাবিড়কে নিয়ে সুনীল গাভাসকরকে কখনওই সর্বসমক্ষে সমালোচনা করতে শুনবেন না। প্রাক্তন ক্রিকেটারদের শালীনতার মাত্রা ছাড়ানো উচিত নয়। এটা সবার মাথায় থাকে না। প্রচারের আলোতে আসতে অনেকেই অশিক্ষিতের মতো আচরণ করে।’

- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − 8 =