
বাংলাদেশ বর্তমানে যে ফর্মে আছে এর চেয়ে বেশি ভালো আশা করা উচিত নয় এমনটিই বলেছেন দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার লিটন কুমার দাস। তিনি আরো বলেছেন বর্তমানে দল যে ফর্মে আছে সেটা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ।
সংস্করণ বলছে, বদলেছে ভেন্যু, বদলেছে দুই দলের অধিনায়ক ও; কিন্তু বদলায়নি স্বাগতিক দলের দাপট। স্বাগতিক দল আয়ারল্যান্ডকে ন্যূনতম প্রতিরোধ গড়ে তোলার সুযোগ পর্যন্ত দেয়নি।
সিলেটে ওয়ানডে ম্যাচ থেকে শুরু করে চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরজেও অন্যতম দুর্দান্ত ফর্মে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচেই ২০০ ছাড়িয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১৯.২ ওভারে ২০৭ রানের পর দ্বিতীয় ম্যাচে ১৭ ওভারেই করে ফেলেছে ২০২! এই প্রথম বার টি-টোয়েন্টিতে বাংলাদেশের পর পর দুই ম্যাচে ২০০ রানের বেশি হলো।
শুধু ব্যাটিং এ নয়, বোলিংয়েও দুর্বার বাংলাদেশ। বৃষ্টির কারণে ৮ ওভারে নেমে আসা প্রথম ম্যাচে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ২২ রানে হারে আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচে উইকেট শিকারের উৎসবে যোগ দেন সাকিব আল হাসান। অধিনায়কের ২২ রানের ৫ উইকেটের পাশাপাশি তাসকিনের শিকার ৩টি। ২০৩ রানের বিশাল লক্ষ্যে স্রেফ ৪৩ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে এক রকম ছিটকে যান আইরিশরা।
ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে বাংলাদেশ সফরে এখন পর্যন্ত চার ম্যাচে ব্যাটিং করেছেন আইরিশরা। এর মধ্যে স্রেফ একটি ফিফটির দেখা পেয়েছেন তারা। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩০ বলে ৫০ রান করেছেন কার্টিস ক্যাম্পার।
ইংল্যান্ড ক্রিকেট দল থেকে শুরু বর্তমানে আইরিশদের বিপরীতে অন্যতম চমক দেখিয়েছেন স্বাগতিকরা। দলের অন্যতম সেরা অপেনার লিটন কুমার দাস বলেন জয়ের ধরন তৃপ্তি দিচ্ছে দলকে। তিনি বলেছেন আমরা যেভাবে খেলতেছি তা অনেক ভালো। এর থেকে আর ভালো আশা করা উচিত নয়।
কারণ টি-টোয়েন্টিতে প্রতিদিন পাওয়ার প্লেতে আপনি ৭০-৮০ করতে পারবেন না। এটাও যদি করতে পারি সবসময় বা এর থেকে কমও যদি করতে পারি, ৬০ রানও করতে পারি, আমি মনে করি যে খুব ভালো।