Home Blog Page 3

ক্লাবের ফুটবলাররা আনফিট : সালাহউদ্দিন

0

আবার আলোচনায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মার্চের ফিফা উইন্ডোতে জামাল ভূঁইয়ারা তিন জাতি টুর্নামেন্ট খেলবে সিলেটে। প্রতিপক্ষ ব্রুনেই ও সেশেলস। এই টুর্নামেন্টে ভালো করার জন্য জাতীয় দলকে সৌদি আরবে পাঠানোর চেষ্টা করছে বাফুফে। সাথে দুইটি প্রস্তুতি ম্যাচ রয়েছে পরিকল্পনায়। সব কিছুইরই মূল লক্ষ্য তিন জাতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া। রোববার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই টার্গেটের কথা জানান কাজী সালাহউদ্দিন। বাফুফে সভাপতি স্পষ্ট করেই বলেন, আমার চাওয়া তো ট্রফি।

এরপরই উল্লেখ করলেন, যারা জাতীয় দলে খেলবে সেই ক্লাব ফুটবলাররা আনফিট। আমি দেখলাম ক্লাবের ফুটবলাদের ফিটনেস ৬০ ভাগ। এই ফিটনেসে তারা ক্লাব লেভেলে খেলতে পারে। কিন্তু এটা দিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা সম্ভব নয়।

সালাহউদ্দিন দায়িত্ব নেয়ার পর জাতীয় দলের কোনো ট্রফি নেই। ২০০৯ সালের সাফ থেকে ২০২১ পর্যন্ত কোনোবারই ফাইনালে খেলা হয়নি। মাঝে বঙ্গবন্ধু গোল্ডকাপ, নেপাল ও কিরগিজস্তানের তিন জাতি ফুটবলেও ব্যর্থতা। ২০২১ সালের পর থেকে এ পর্যন্ত জাতীয় দলে চার কোচকে দায়িত্ব দেয়া। জেমি ডে-কে বরখাস্ত করার পর তার পাওনা নিয়ে ফিফা পর্যন্ত গড়িয়েছে।

সালাহউদ্দিন জানান, জেমির টাকা দেয়ার সব প্রক্রিয়াই চলছে।’ এই ইংলিশ কোচকে বাদ দেয়ার জন্য তার ব্যর্থতাকেই সামনে আনলেন বাফুফে সভাপতি। জানিয়ে দেন, সাফল্য না পেলে বর্তমান কোচ হাভিয়ার কাবরেরাকেও বাদ দেয়া হবে।

ক্লাব পর্যায়ে ফুটবলারদের আনফিট থাকা প্রসঙ্গে বলেন, ‘ক্লাবে ফুটবলাররা আনফিট থাকায় তাদের দিয়ে ভালো জাতীয় দল গড়তে পারছি না। কিছু ক্লাবের ফুটবলার ফিট। আবার অন্য ক্লাবের খেলোয়াড় আনফিট। দুয়েকটা টপ ক্লাস ক্লাব আছে। এর মধ্যে ভালো করার চেষ্টা করছে বসুন্ধরা কিংসকেই। আবাহনীর ফর্ম তো পড়তির দিকে। এর রেজাল্টই তো এএফসি কাপে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের মান নিয়ে সাফের এই সভাপতির মতে, এই লিগ সাফ অঞ্চলে সেরা। তবে এর বাইরের সাথে তুলনা করলে বেশ পিছিয়ে।

তিনি যোগ করেন, যদি আমার কাছে টাকা থাকতো তাহলে, জাতীয় দলের ২৫ ফুটবলারকে কিনে নিতাম। ঠিক নারী দলের মতো। নারী দলের রেজাল্ট পাওয়ার কারণ, তারা আমার অধীনে থাকে। আমি তাদের সারা বছর ট্রেনিং করাই। কিন্তু ছেলেদের তা পারি না। এজন্য সরকারের কাছে টাকা চেয়েও ব্যর্থ।’ এ জন্য ফের সরকারের পূর্ণ সহযোগিতা চাইলেন তিনি।

তিন জাতি ফুটবলে বাংলাদেশ খেলছে র‌্যাংকিংয়ে ১৯০-এর ঘরে থাকা দুই দলের সাথে। অথচ বাফুফে সভাপতি প্রথম থেকেই বলে আসছিলেন, আমরা শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলবো।

সে প্রসঙ্গ উল্লেখ করে বলেন, আমি শক্তিশালী দলকেই চাই প্রতিপক্ষ হিসেবে। প্রয়োজনে তাদের কাছে ৩-৪ গোলে হারতাম। কিন্তু তেমন দল তো পাইনি। তাই কাছাকাছি শক্তির দলের সাথে খেলতে বাধ্য হচ্ছি।

পিএসএল ছাড়লেন সাকিব

বিপিএলে তাঁর দল ফরচুন বরিশাল বিদায় নিয়েছিল এলিমিনেটর থেকে। সাকিব আল হাসান বরিশালের হারের পরদিনই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চুক্তিবদ্ধ হয়েছিলেন পেশোয়ার জালমির হয়ে খেলার জন্য। দলটির ‘রিজার্ভ সাপ্লিমেন্টারি পিক’ হিসেবে সাকিব সুযোগ পেয়েছিলেন। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পিএসএলে তাঁর থাকার কথা ছিল। করাচি কিংসের বিপক্ষে একটি ম্যাচ খেলেই আগেভাগেই পিএসএল ছেড়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। পিএসএল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানা গেছে, ব্যক্তিগত কারণেই সাকিব পিএসএল ছেড়েছেন।

করাচি কিংসের বিপক্ষে খেলা ম্যাচে সাকিব ব্যাট হাতে তেমন কিছু করার সুযোগ পাননি। ইনিংসে একেবারে শেষে নেমে ১ রানে অপরাজিত ছিলেন। বল হাতে অবশ্য ভালো কিছু করার সুযোগ ছিল। কিন্তু ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

কাল পিএসএলের ওয়েবসাইটে সাকিবের পেশোয়ার জালমি ছেড়ে যাওয়ার খবরটি নিশ্চিত করা হয়। পেশোয়ারের স্কোয়াড নিয়ে হালনাগাদ বিবৃতিতে জানানো হয়, ‘যুক্তরাষ্ট্রে জরুরি পারিবারিক কাজ থাকায় পেশোয়ার জালমি ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। তার জায়গায় আজমতউল্লাহ ওমরজাইকে নেওয়া হয়েছে। পেশোয়ার জালমি প্লে–অফে উঠলে পিএসএলে ফিরবেন বাংলাদেশের এই অলরাউন্ডার।’

বিবৃতিতে সাকিব নিজেও বলেছেন, ‘জরুরি ব্যক্তিগত কাজ থাকায় পিএসএল ছাড়তে হচ্ছে আমাকে। এখানে আমার অনেক ভক্ত আছেন জানি, তাঁদের সামনে সব ম্যাচ খেলতে চেয়েছিলাম। তবে হতাশ হওয়ার কিছু নেই। পেশোয়ার জালমির হয়ে ভূমিকা রাখতে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের মঞ্চে আমি ফিরব।’

বিপিএলে দারুণ খেলেছেন সাকিব। ১৭৪.৪১ স্ট্রাইক রেট ও ৪১.৬৬ গড়ে ব্যাট হাতে করেছেন ৩৭৫ রান। ছিল তিনটি ফিফটিও। তবে এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশাল হেরে যায় রংপুর রাইডার্সের বিপক্ষে। সে ম্যাচে তাঁর ব্যাটিংয়ে না বিতর্ক ছড়ায়।

পিএসএলে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ ছিল সাকিবের। করাচির বিপক্ষে মুলতান সুলতানসের বিপক্ষে পরের ম্যাচে একাদশে সুযোগ পাননি। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত কোয়েটা গ্ল্যাডিয়েটরস, ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স—এই তিন প্রতিপক্ষের বিপক্ষে খেলার কথা ছিল সাকিবের।

বোনের জন্মদিন এলেই ইনজুরিতে পড়েন নেইমার

0

ব্রাজিল সুপারস্টার নেইমারের সঙ্গে ইনজুরির বন্ধুত্বটা ইদানীং যেন আরো বেশি পোক্ত হয়েছে। প্রায়ই চোটে পড়ে ছিটকে যাচ্ছেন তিনি। গতকাল যেমন লিলের বিপক্ষে লিগ ‘আ’র ম্যাচে দলের জয়ে গোল করে অবদান রেখেছেন নেইমার। একই সঙ্গে কিলিয়ান এমবাপ্পের প্রথম গোলে অবদান রাখেন। এই ম্যাচের ৫১তম মিনিটে নেইমারের গোড়ালি মচকে যায়। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় ব্রাজিল তারকাকে।

ইনজুরিতে আক্রান্ত হয়েও যেন নেইমারের শান্তি নেই। এমনিতেই মাঠে গড়াগড়ি দিয়ে সব সময়ই ট্রোলিংয়ের শিকার হন। এবার ইনজুরির পর পিএসজি সমর্থকরাই তাকে বিদ্রুপ করছে। তাদের দাবি, বোনের জন্মদিন এলেই নাকি নেইমার ইনজুরিতে পড়েন! আগামী ১১ মার্চ নেইমারের বোন রাফায়েলা সান্তোসের জন্মদিন। একজন টুইটার ব্যবহারকারী তো রীতিমতো গবেষণা করে ১১ মার্চের আগে নেইমারের চোটে পড়ার ঘটনাগুলো তুলে ধরেছেন!

বোনের জন্মদিনের পার্টিতে নেইমারের উপস্থিতির ছবি যুক্ত করে কেউ লিখেছেন, ‘বোনের জন্মদিনের আগে চোটে আক্রান্ত হওয়া নেইমারের পুরনো পদ্ধতি।’ আরেকজন লিখেছেন, ‘ওহ, নেইমারের চোট তাই তো? সামনেই তার বোনের জন্মদিন।’ এমন অসংখ্য পোস্টে ভরে গেছে টুইটার। তৈরি করা হচ্ছে হরেক রকমের মিম। নেইমারের মাঠে গড়াগড়ির মতো তার ইনজুরির কথাও অনেকে বিশ্বাস করতে রাজি নয়!